Posts

শুক্রবারের করনীয়ঃ ১০ টি সুন্নত

avatar of @kaniz
25
·
0 views
·
1 min read

১ম সুন্নতঃ- ফজরের নামাযে সুরা সাজদা ও সুরাহ আল ইনসান তেলয়াত করাঃ আবু হুরায়রা হইতে বর্নিত রসুল (সঃ) বলেছেন, শুক্রবারের ফজরের নামাযে সুরাহ আস-সাজদা ও সুরাহ আল-ইনসান তেলয়াত করার অভ্যাস করা। -সহিহ বুখারী ৮৯১

২য় সুন্নতঃ- গোসল করাঃ আব্দুল্লাহ বিন উমর হইতে বর্নিত রসুল (সঃ) বলেছেন তোমাদের প্রত্যেক মুসলমান পুরুষ যেন অবশ্যই গোসল করে দাঁত পরিস্কার করে মেসওয়াক দিয়ে এবং সুযোগ থাকলে সুগন্ধী ব্যবহার করা। -সহিহ আল বুখারীঃ ৮৮০

৩য় সুন্নতঃ- সুরাহ আল-কাহফ তেলওয়াত করা। ৪র্থ সুন্নতঃ- বেশী বেশী দুরূদ পাঠ করা। [- আবু দাউদঃ ১০৪৭] ৫ম সুন্নতঃ- উত্তম পোষাক পরিধান করা ও সুগন্ধী ব্যবহার করা। [- বুখারীঃ ৮৮৬, ৮৮০] ৬ষ্ঠ সুন্নতঃ- জুম্মার নামাযের জন্য তাড়াতাড়ি মসজিদে যাওয়া এবং ইমামের কাছাকাছি বসা। [- বুখারিঃ ] ৭ম সুন্নতঃ- নীরব থাকা ও মনোযোগ দিয়ে খুতবা শুনা। [-বুখারিঃ ৯৩৪] ৮ম সুন্নতঃ- জুম্মার নামাযের পর ২/৪ রাকাত নফল নামায আদায় করা। [-মুসলিমঃ ৯৩৪] ৯ম সুন্নতঃ- জুম্মার নামাযের পর একটু ঘুমাইয়া নেওয়া। [- বুখারীঃ ৯৪০] ১০ম সুন্নতঃ- বেশি বেশী দোয়া করা বিশেষ করে আসরের নামাযের পর থেকে মাগরিব পর্যন্ত। [-আবু দাউদঃ ১০৪৮]

Posted Using LeoFinance Beta